বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা চট্টগ্রাম বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমীন সরকার সিরাজগঞ্জ সদর থানার বেওয়ামারাং এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাছেদ মিয়া জানান, ঢাকার উত্তরায় এলকো ফার্মায় চাকরি করতেন রুহুল আমীন সরকার। সকালে মোটরসাইকেলযোগে কালীগঞ্জ যাচ্ছিল তিনি। একপর্যায়ে ঢাকা চট্টগ্রাম বাইপাস সড়কে নাওটান এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রুহুল আমীন সরকারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
আরএস/এএটি