বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার কুসুমদিয়া গ্রামের পরিত্যক্ত একটি ভিটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সুমা ওই উপজেলার রাতাইল ইউনিয়নের চাপ্তা গ্রামের মো. মিজান শেখের মেয়ে ও চাপতা ২২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে একই উপজেলার চাপ্তা রেল স্টেশনে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় সুমা। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও শিশুটির কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরে বিষয়টি তারা থানায় জানান। বৃহস্পতিবার মধ্যরাতে ওই পরিত্যক্ত ভিটা থেকে সুমার গলা, হাত ও পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসআরএস