বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মোমিনপুর দরগাপাড়ের বরই তলা ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তারা মিয়া একই উপজেলার ধোপাখালী ইউনিয়নের সমতপুর গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে মাসুদ মিয়া বাংলানিউজকে জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেননি তার বাবা তারা মিয়া। বৃহস্পতিবার ভোরে মরদেহ উদ্ধার করা হয়। তবে ভ্যানটি পাওয়া যায়নি। তার ধারণা, যাত্রী বেশে তার বাবাকে খুন করে ভ্যান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বাংলানিউজকে জানান, ভোরে ওই ব্রিজের পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসআরএস