বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ ভবেরবেড় গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
মইন উদ্দিন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মৃত সালাম ব্যাপারির ছেলে।
নিহতের পরিবার বাংলানিউজকে জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে একদল দুর্বৃত্ত মুখোশ পরে মইন উদ্দিনকে লাঠি সোঠা দিয়ে মারধর করে। পরে তিনি অজ্ঞান হয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে পাশের একটি পুকুরে ফেলে দেয়। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে উদ্ধার করে শার্শ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বাংলানিউজকে জানান, তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তিনি একজন মাদকসেবী বলে এলাকায় পরিচিত। তার নামে বেনাপোল ও ঝিকরগাছা থানায় মাদকের মোট পাঁচটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন দেখে ও তদন্ত সাপেক্ষে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমআরএ