শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে ‘নারীর প্রতি সহিংসতার কারণ, সমসাময়িক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
গোলটেবিল বৈঠকে খুশি কবির বলেন, ‘ভালোবাসা দিবসের মর্ম বুঝতে হবে, কিন্তু এখন এটা বাণিজ্যিক দিবসে পরিণত হয়েছে।
গীতিআরা নাসরিন বলেন, নারীর প্রতি সহিংসতা কমাতে সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। নারী হিসেবে নয়, সবাইকে মানুষ হিসেবে দেখতে হবে। তাহলে সমস্যা অনেকটা কমে আসবে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
টিএম/এইচএডি/