ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুই শিশুকে শ্বাসরোধে হত্যা, ধারণা পুলিশের

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
দুই শিশুকে শ্বাসরোধে হত্যা, ধারণা পুলিশের

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগানের একটি বাসা থেকে মা ও তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তিনজনের মধ্যে দুই শিশু ফারহান ও লাইবাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা জোনের ‍উপ-পুলিশ কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দক্ষিণখানের প্রেমবাগান রোড কেসি স্কুলের পেছনের একটি বাসা থেকে মা ও তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, উদ্ধার করা দুই শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। উদ্ধার করা নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতরা এক টিঅ্যান্ডটি কর্মকর্তার স্ত্রী ও সন্তান। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তরা বিভাগের পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণে ঘটনা খতিয়ে দেখছে।

তিনজনকেই ৩ থেকে ৪ দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ যোগ করেন ডিসি নাবিদ কামাল শৈবাল।

** রাজধানীর দক্ষিণখান থেকে দুই শিশু ও নারীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এজেডএস/এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।