ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ মেডিক্যালে কার্ডিয়াক ক্যাথল্যাবের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
ময়মনসিংহ মেডিক্যালে কার্ডিয়াক ক্যাথল্যাবের উদ্বোধন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কার্ডিয়াক ক্যাথল্যাবের উদ্বোধনের পর প্রেস ব্রিফিং। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে চালু করা হলো বহুল প্রত্যাশিত কার্ডিয়াক ক্যাথল্যাব। ৫৭ বছরের পুরনো এক হাজার শয্যার এ হাসপাতালে ল্যাবটির উদ্বোধনের ফলে স্থানীয়রা মুক্ত হলেন কষ্ট করে চিকিৎসার জন্য ঢাকায় যাওয়া থেকে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) বিভাগে ফিতা কেটে ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্ডিয়াক ক্যাথল্যাবের উদ্বোধন করেন হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীর জামাল উদ্দিন।  

এসময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ন মজুমদার, কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. এম এ বারিসহ দেশের বিভিন্ন হাসপাতালের কার্ডিয়াক বিভাগের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

 

হাসপাতালের কনফারেন্স রুমে প্রেস ব্রিফ্রিং অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয়কালে হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ন মজুমদার জানান, হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায় কার্ডিয়াক ক্যাথল্যাব চালুর ফলে মরণাপন্ন অনেক রোগীর জীবন বেঁচে যাবে। আধুনিক এ ল্যাবে নামমাত্র টাকায় এনজিওগ্রাম পরীক্ষার পর এখানেই রিং পরানো, পেসমেকার বসানোসহ প্রয়োজনে বাইপাস সার্জারি করানো যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
একে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।