ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অ্যাবাকাস-মেন্টাল ইলেকট্রিক কম্পিটিশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
রাজধানীতে অ্যাবাকাস-মেন্টাল ইলেকট্রিক কম্পিটিশন

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৩তম ন্যাশনাল অ্যাবাকাস এবং মেন্টাল ইলেকট্রিক কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।

এতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে শেখ শাকিল আহমেদ ও অনুশুয়া অগ্নিমিত্রা সাহা। চ্যাম্পিয়ন হয়েছে তাহমিদ আহসান তাসিন ও মার্যুক আমিন।

ফার্স্ট রানারআপ হয়েছে অর্থি ইসলাম, শাফি আবরার ও তাহসিন তাবাসসুম নেহা। আর সেকেন্ড রানারআপ হয়েছে জারিন রুসনী অদ্রি, জাকিয়ার রওজা ও তাসমিয়া নামির রুবাবা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। এর আগে সারাদেশের ছয় হাজার শিক্ষার্থী নিয়ে এ কম্পিটিশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলোহা বাংলাদেশের চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর ইন্দোনেশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার চৌধুরী ও পরিচালক সালাউদ্দিন টিপু।

এর বিজয়ীদের নিয়ে আগামী ১৯ জুলাই স্পেনে আন্তর্জাতিক কম্পিটিশনে অংশ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এমআরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।