ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুর: হঠাৎ করে ঘনকুয়াশা পড়ায় ফেরি চলাচল বন্ধ থাকার পর রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে অতিরিক্ত কুয়াশা পড়তে থাকায় নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসলে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

জানা যায়, শনিবার সন্ধ্যা থেকেই কুয়াশার প্রকোপ দেখা যায়।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশাও। রাত দেড়টার দিকে এ নৌরুটে কুয়াশা বেড়ে যাওয়ায় দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। এজন্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে। উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি পদ্মায় দিক নির্ণয় করতে ব্যর্থ হওয়ায় নৌপথের বিভিন্ন স্থানে নোঙর করেছিল। পরে বেলা ১১টার দিকে ফেরিগুলো গন্তব্যে এসে পৌঁছায়।

কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।