ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
রূপগঞ্জে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় ড্রেনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় (৩৭) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তারাবো পৌরসভার তেতলাবো এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজাহার আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার তারাবো পৌরসভার তেতলাবো এলাকার একটি পানির ড্রেনের ভেতরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।