ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপু‌রে বসতবা‌ড়িতে আগুন, ১২ কক্ষ পু‌ড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
শ্রীপু‌রে বসতবা‌ড়িতে আগুন, ১২ কক্ষ পু‌ড়ে ছাই

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় আগুন লে‌গে এক‌টি বসতবা‌ড়ির ১২টি কক্ষ পু‌ড়ে গে‌ছে।

এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষ‌য়ক্ষ‌তি হ‌য়ে‌ছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

রোববার (১৬ ফেব্রুয়া‌রি) ভোরে এ অগ্নিকাণ্ড ঘ‌টে।

শ্রীপুর ফায়ার সা‌র্ভি‌সের সি‌নিয়র স্টেশন অ‌ফিসার না‌হিদ মামুন জানান, শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকার শাহিন আলমের বাড়িতে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা ক‌রে ও ফায়ার সা‌র্ভি‌সে খবর দেয়।

খবর পে‌য়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগু‌নে ওই বা‌ড়ির ১২টি কক্ষ ও আসবাবপত্র পু‌ড়ে গে‌ছে। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে বৈদ্যু‌তিক শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে। এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকা ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।