ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে ৩ দিনব্যাপী জীবনানন্দ মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে ৩ দিনব্যাপী জীবনানন্দ মেলা মেলার উদ্বোধন করছেন উদ্বোধন করেন বিএম কলেজ উপাধাক্ষ্য প্রফেসর ড. গোলাম কিবরিয়াসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা ২০২০ শুরু হয়েছে।

কবি জীবনানন্দ দাশের ১২১তম জন্মদিন উপলক্ষে এ মেলার আয়োজন করেছে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে প্রধান অতিথি উপস্থিত থেকে উদ্বোধন করেন বিএম কলেজ উপাধাক্ষ্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া।

মেলার উদ্বোধন শেষে সরকারি বিএম কলেজ ইংরেজি বিভাগের প্রভাষক সংগীতা সরকারের লেখা ‘জীবন এক জ্যামিতি’ নামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সরকারি ব্রজমোহন কলেজ সাংস্কৃতিক সংগঠন উত্তরণের সভাপতি মো. জুবায়ের হোসেন শাহেদের সভাপতিত্বে মেলা ও বই উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আলআমিন শাহরিয়ার, বরিশাল উদীচীর সভাপতি সাংবাদিক সাইফুর রহমান মিরন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি নাজমুল হোসেন আকাশ।

অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ।

সন্ধ্যায় দ্বিতীয় পর্বে রয়েছে প্রদীপ প্রজ্জলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।