ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক দীপু হাসান আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
সাংবাদিক দীপু হাসান আর নেই

সিনিয়র সাংবাদিক দীপু হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেছেন। 

তিনি পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার দুপুরে রামপুরা বেটার লাইফ হাসপাতালে তিনি মারা যান।

তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

সাংবাদিক দীপুর ছোট ভাই আলীম আল হাসান জানান, দুপুরে রাজধানীর আরামবাগে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন দীপু। পরে স্বজনরা তাকে রামপুরা বেটার লাইফ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক দীপু কর্মজীবনে দৈনিক প্রথম আলো, দৈনিক সমকাল, দৈনিক আজকের কাগজ, এনটিভি, যমুনা টিভি, একাত্তর টিভিসহ প্রথম সারির কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।

বিনয়ী আর সদালাপী দীপু হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার।  দীপুর পরিবারের সদস্যদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া সর্বজনপ্রিয় এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্যসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।