সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার এ আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কালিকাপুর আবাসিক হোটেলের একটি কক্ষ বদ্ধ অবস্থায় দেখতে পায় হোটেল কর্তৃপক্ষ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কালিকাপুর আবাসিক হোটেল থেকে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এইচএডি/