ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সৈকতে ছিনতাইকালে রোহিঙ্গাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
সৈকতে ছিনতাইকালে রোহিঙ্গাসহ আটক ২

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছিনতাইকালে রোহিঙ্গাসহ দু’জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

আটক দুই ছিনতাইকারী হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১১০ নম্বর ব্লকের ওমর হাকিমের ছেলে জাহিদ (৩০) ও কক্সবাজার সদরের ঈদগাঁও ফাসিয়াখালী এলাকার নুরুল আলমের ছেলে গিয়াস উদ্দিন (২২)।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক শাকের আহমেদ বাংলানিউজকে বলেন, কুমিল্লার বুড়িচং থানার কুসুমপুর গ্রামের মোশাররফ হোসেনসহ পাঁচজন পর্যটককে ছিনতাইকালে হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও তিনটি চাকু উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক দুই ছিনতাইকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের এসপি জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, চুরি, ছিনতাই ও পর্যটক হয়রানিসহ সব অপরাধরোধে ট্যুরিস্ট পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধ করে কেউ পার পাবেন না।

কোনো পর্যটক হয়রানি কিংবা অপরাধ দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেছেন এসপি জিল্লুর।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ফেব্রুয়ারি ১৮, ২০২০
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।