মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে শহরের চৌরাস্তা মোড় সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। রাশিদা খানম নাজমা ওই মহল্লার প্রয়াত মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক মাস্টারের স্ত্রী।
সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম জানান, সকালে নিহতের মরদেহ উদ্ধারের পর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে ঘটনার পর থেকে নিহতের বড় ছেলে নাহিদ ইমরান নিয়ন পলাতক রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এসএইচ