শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের শিকার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে টেপারকুটি গ্রামের হবিবর রহমানের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
নাগেশ্বরী উপজেলার কেদার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বিপুল ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এফইএস/এবি