ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১১টি ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
নাগেশ্বরীতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১১টি ঘর কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ধ্বংসস্তুপ। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অগ্নিকাণ্ডে চার পরিবারের ১১টি ঘর সম্পুর্ণরূপে ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের শিকার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে টেপারকুটি গ্রামের হবিবর রহমানের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে মোট ১১টি ঘর ও অন্য আসবাবপত্র ভস্মীভূত হয়।

নাগেশ্বরী উপজেলার কেদার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বিপুল ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এফইএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।