ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
ভৈরবে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানের নামে নির্মিত স্টেডিয়ামটি উদ্বোধন করেন বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব পৌরসভার মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, বিসিবির পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু প্রমুখ।

জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ৮ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে স্টেডিয়ামটি নির্মাণ করা হয়।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘন্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।