শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জিংলাতুলি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসযাত্রী মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কাটালতলী গ্রামের আবু তাহেরের ছেলে মো. রমজান (৪০), ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের খেজুরবাগ এলাকার শাহ আলম মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও পথচারী দাউদকান্দি উপজেলার ছান্দ্রা গ্রামের শহীদ মোল্লা (৬০)।
আহতদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। এদের মধ্যে শফিক (২২), প্রান্ত (২০), শাহাদাৎ (৩০) ও ছাইদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট আলমগীর হোসেন জানান, রাজধানীর ইসলামপুর এলাকার পাটুয়াটুলি মার্কেটের বোরকা ব্যবসায়ী সমিতির ১১০ জন মালিক-কর্মচারী মিলে তিনটি বাসে করে দু’দিন আগে বনভোজনে কক্সবাজার যায়। শনিবার ভোরে ফেরার পথে তাদের বহনকারী খাদিজা ভিআইপি (ঢাকা মেট্রো-ব-১৫-৪০৬৯) বাসটি এক পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিন জন মারা যায়।
** দাউদকান্দিতে বাস দুর্ঘটনায় আহত ২০ জন ঢামেকে
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
আরএ