ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (৭৫) নিহত হয়েছেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর এলাকার রেল ক্রসিং এর কাছে এ ঘটনা ঘটে।  

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সকালে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধা নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।  

তিনি আরও জানান, ওই বৃদ্ধা রেল লাইনের উপর পাতা কুড়াচ্ছিলেন। রাজবাড়ী রেল পুলিশকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ আসার পর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।