শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর এলাকার রেল ক্রসিং এর কাছে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সকালে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধা নিহত হন।
তিনি আরও জানান, ওই বৃদ্ধা রেল লাইনের উপর পাতা কুড়াচ্ছিলেন। রাজবাড়ী রেল পুলিশকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ আসার পর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
আরএ