শনিবার (২৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ শোক জানান।
এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর গার্লস একাডেমির সামনের প্রধান সড়কে দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তিনি।
শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, জসিম উদ্দিন সেখের আকাল মৃত্যুতে জাতি এক মেধাবী সন্তানকে হারালো, যা প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি সাধিত হলো।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উপজেলা শিক্ষা অফিসার জসিম উদ্দিন সেখের অকাল মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম -আল-হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় শোক জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
এমআইএইচ/এএটি