শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক সড়কের উত্তর ব্যাপারীহাট বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ সরকার নাগেশ্বরী পৌরসভার উত্তর বকসির খামার এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মামুনুর রশিদ ও অপর সহযাত্রী তৈয়ব আলী (২১) মোটরসাইকেলে করে সন্তোষপুর যাওয়ার পথে বাঁশেরতল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় দু'জনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় ওপর পড়লে ঘটনাস্থলেই মামুনুর রশিদ সরকারের মৃত্যু হয়। আহত তৈয়ব আলীকে উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর এসব তথ্য বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
এফইএস/এসএইচ