শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান শিক্ষক শরিফুল ইসলামের অপসারণ দাবিতে ওই স্কুলের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ের একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজ করার পরেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে অপসারণ করে দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নীরব শেখ, মহিদুল, বাদল ও সাব্বির।
এলাকাবাসী জানায়, বিদ্যালয়টিতে যোগদান করার পর থেকে একের পর এক যৌন কেলেঙ্কারির ঘটনা ঘটিয়ে চলছেন প্রধান শিক্ষক শরিফুল। তার কাছে যৌন হয়রানির শিকার অধিকাংশ ছাত্রী লোকলজ্জা ও সম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখে। তারপরও প্রধান শিক্ষক শরিফুলের কাছে যৌন হয়রানির শিকার হওয়া চারজন ছাত্রীর কাহিনী জানাজানি হয়ে যায়।
সম্প্রতি দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার ঘটনা সর্বমহলে জানাজানি হয়। ওই ছাত্রীর বাবা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। এরপর এসএমসি সভাপতি প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
এনটি