শনিবার (০১ মার্চ) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের আমঘাটা এলাকার মহানন্দা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোস্তফা উপজেলার শালবাহান এলাকার মফিজল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে নদীর কিনারায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এনটি