ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে জাতীয় বিমা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ১, ২০২০
খাগড়াছড়িতে জাতীয় বিমা দিবস পালিত র‌্যালি, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিমা দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে পৌর টাউনহল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের শাপলা চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সম্পন্ন হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল্লাহ মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদ মোমেন মজুমদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মর্তুজ আলী, জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা নূরনবী চৌধুরী বক্তব্য রাখেন।

সভা শেষে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ছয়জন গ্রাহকের কাছে মৃত্যু দাবির প্রায় পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।   

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।