ঢাকা: নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। মন্ত্রণালয়ে যোগ দিয়ে তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে নিজ দপ্তরে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
রোববার (০১ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী গত ২৭ ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেন।
এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। মেজবাহ্ উদ্দিন চৌধুরী গত ২০ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হন। জনপ্রশাসন মন্ত্রণালয় ২০ ফেব্রুয়ারি তার সচিব পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুস সামাদ ২৭ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
জিসিজি/এইচএডি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।