ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ১, ২০২০
বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে পালিত আলোচনা সভা। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতা’ এই স্লোগানে বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে ২০২০ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১ মার্চ) সকালে বরিশাল নগরের পুলিশ লাইন্স মাঠে মৃত্যুবরণ করা পুলিশ সদস্যদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিচিম, এপিবিএন অধিনায়ক আবু নাসের মো. খালেদ, পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ র‌্যাব, পুলিশ, এপিবিএনসহ অনান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় পুলিশে চাকরিরত অবস্থায় বিভিন্ন সময়ে মৃত ২৫টি পুলিশ পরিবারের মধ্যে স্মারক সম্মাননা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।