ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

১৫ দফা দাবিতে মুক্তিযোদ্ধাদের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১, ২০২০
১৫ দফা দাবিতে মুক্তিযোদ্ধাদের অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি শুরুতে মুক্তিযোদ্ধারা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: মুক্তিযোদ্ধার সাংবিধানিক স্বীকৃতি ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠনসহ ১৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে একাত্তরের মুক্তিযোদ্ধা নামে একটি সংগঠন।

রোববার (১ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

অবস্থা কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৭২ সালের ৭ আগস্ট গেজেট আকারে প্রকাশিত মুক্তিযোদ্ধার নীতিমালা অনুসরণ করেনি।

এমনকি গত ৪৮ বছরে এটি রাজনৈতিক স্বার্থে পরিবর্তন করা হয়েছে। এতে হাজারো অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে।  

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রুস্তম আলী মোল্লা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়ার আগে যদি তার মৃত্যু হয় তাহলে তাকে রাষ্ট্রীয় মর্যায় দাফন না করার দাবি জানান তিনি।

অবস্থানকারীদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো- অবৈধভাবে রাজাকার ও অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানো বন্ধ করতে হবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিলুপ্ত করতে হবে। মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে ব্যর্থ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। মুক্তিযুদ্ধকালীন যারা কাজে নিয়োজিত ছিল তার তালিকা প্রণয়ন করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
পিএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।