ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মার্চ ১, ২০২০
কালকিনিতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে তারেক সরদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে কয়েক পরীক্ষার্থী।

রোববার (০১ মার্চ) দুপুরে কালকিনির বাঁশগাড়ি এলাকার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী কালকিনির লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

গুরতর আহত অবস্থায় ওই পরীক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত তারেক কালকিনির বড়চর লক্ষ্মীপুর গ্রামের জাকির সরদারের ছেলে।

জানা যায়, সকাল ১০টার দিকে খাশেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থী তারেক কেন্দ্র থেকে বের হয়ে এলে পূর্ব শত্রুতার জের ধরে অপর স্কুলের ফুয়াদ ও ইরান নামের দুইজনসহ কয়েকজন পরীক্ষার্থী মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারেককে। এ সময় তার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। বিষয়টি দেখে স্থানীয় লোকজন তারেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়।  

কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেম সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।