রোববার (১ মার্চ) দুপুরে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউটরর অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটারে) এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, আজ দেশের প্রায় সব মানুষ শিক্ষিত।
নওফেল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্বমানচিত্রে বাংলাদেশ স্থান পেতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানেই আজকের এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে বেঁচে আছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মকবুল হোসেন, বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান, নিটারের অধ্যক্ষ ড.মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এনটি