ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিনিয়র সচিব হলেন শামীমা নার্গিস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ১, ২০২০
সিনিয়র সচিব হলেন শামীমা নার্গিস

ঢাকা: পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) শামীমা নার্গিসকে সিনিয়র সচিব করা হয়েছে।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে। পদোন্নতির পর আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয় তাকে।

২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।

সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা ১৩ জন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।