ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাদকমুক্ত না হলে ভবিষ্যৎ প্রজন্ম পথ হারাবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ১, ২০২০
মাদকমুক্ত না হলে ভবিষ্যৎ প্রজন্ম পথ হারাবে

মেহেরপুর: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা জঙ্গি দমন করতে সক্ষম হয়েছি। এখন মাদক নির্মূল করতেই হবে। যাদের নিয়ে আমরা আগামীর স্বপ্ন দেখি, সেই ভবিষ্যৎ প্রজন্ম যেনো পথ না হারায়। মাদকমুক্ত না করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম পথ হারাবে।

রোববার (০১ মার্চ) বিকেলে মেহেরপুর শহীদ সামেসুজ্জোহা পার্ক জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সন্ত্রাস দমন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জোট সরকারের অগ্নি সন্ত্রাসীরা একের পর এক অগ্নি সন্ত্রাসের মাধ্যমে দেশকে সন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছিল।

জঙ্গিবাদীরা বান্দরবনের বৌদ্ধ ভিক্ষু, পঞ্চগড়ের পুরোহিত, রাজশাহীর শিয়া মসজিদের ইমাম ও মোয়াজ্জিন, হলি অর্টিজানের হামলা আশুলিয়ার হামলাসহ বিভিন্ন ধর্মের নেতাদের হামলা ও হত্যা করে এদেশকে জঙ্গি রাষ্ট্র ও অচল করে দিতে চেয়েছিল। বর্তমান সরকার দেশের মানুষকে সঙ্গে নিয়ে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সারা বাংলাদেশের জেলখানাগুলোতে ৪২ হাজার কয়েদি ধারণ করার ক্ষমতা থাকলেও বর্তমানে সেখানে প্রায় ৮৮ হাজার কয়েদি রয়েছে। আর এসব কয়েদির অধিকাংশই মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িত আসামি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মেহেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল অবস্থানে। কমেছে মাদকাসক্ত ও কারাগারে বন্দির সংখ্যা। এ চিত্র যদি সারাদেশে হতো তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়ে যেতাম।  

মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-০২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, বাংলাদেশ পুলিশের ডিআইজি খুলনা রেঞ্জ ড. খ. মহিদ উদ্দিন, বিপিএম (বার) এবং মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গণি, মেহেরপুর জেলা পুলিশিং ফোরামের আহ্বায়ক ডাক্তার আবুল বাশার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।