জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নূর-ই আলম চৌধুরীর নাম ব্যবহার করে বিভিন্ন একাউন্ট অনেকদিন ধরেই কে বা কারা চালিয়ে আসছে। অথচ চিফ হুইপ এর ব্যক্তিগত কোনো একাউন্ট ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনোই ছিল না এবং এখনও নেই।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, সম্প্রতি আমার নাম ব্যবহার করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন একাউন্ট খোলা হয়েছে। অথচ ফেসবুকে আমার কোনো একাউন্ট কখনোই ছিল না। তাই আমার নাম ব্যবহার করে একাউন্ট ব্যবহার না করার অনুরোধ।
তিনি আরও বলেন, অন্যের নাম ব্যবহার করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট করে তা পরিচালনা করার বিষয়টি আইনসিদ্ধ নয়। যারা এটি করছেন তাদের শিগগিরই একাউন্ট বন্ধের অনুরোধ জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
আরএ