রোববার (১ মার্চ) দুপুরে শহরের কুলপদ্বী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল মোড়ল সাতক্ষীরা জেলার মৃত মনির উদ্দিন মোড়লের ছেলে।
জানা যায়, চরকুলপদ্বী এলাকার মিলন চৌধুরীর ইটভাটা থেকে একটি ইটবোঝাই ভ্যান কুলপদ্বীর দিকে যাচ্ছিল। কুলপদ্বী-চরকুলপদ্বী আঞ্চলিক সড়কের কুলপদ্বী বাজারের কাছাকাছি ভ্যানটি এলে পেছন থেকে আসা মাটিবোঝাই একটি ট্রলি ভ্যানটিকে ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় স্থানীরা শহীদুলকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এনটি