ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আটকে গেল ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ র‍্যালি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ১, ২০২০
আটকে গেল ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ র‍্যালি

বেনাপোল (যশোর): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ র‌্যালি’ ২১টি প্রাইভেটকার নিয়ে ভারত থেকে এসেছিলেন ৭১ সদস্যের একটি প্রতিনিধি দল। কিন্তু তাদের পাসপোর্ট, ভিসা ঠিক থাকলেও প্রাইভেটকারের অনুমতিপত্র না থাকায় বাংলাদেশে প্রবেশ করতে পারেননি তারা।

রোববার (০১ মার্চ) সকাল ৯টায় প্রতিনিধি দলটি ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করেন। অবশেষে কাগজপত্রের জটিলতা থাকায় সন্ধ্যা ৬টায় পাসপোর্টের সিল বাতিল করলে র‌্যালি নিয়ে তারা ভারতে ফিরে যান।

র‌্যালির নেতৃত্বে থাকা পশ্চিমবঙ্গের সাবেক পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেন, বাংলাদেশের ৫০ বছর পূর্তি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষকে স্বাগত জানাতে তারা প্রাইভেটকার র‌্যালি নিয়ে এসেছিলেন। কিন্তু সব কাগজপত্র ঠিক থাকলেও কেবল র‌্যালি নিয়ে ভ্রমণের কোনো চিঠি না থাকায় বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ঢুকতে দেয়নি।

র‌্যালির সদস্য সুজাতা সাহা বলেন, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং বিশ্ববাসীকে জানাতে তারা এ র‌্যালির আয়োজন করেছিলেন। কিন্তু সব স্বপ্ন এখানে থেমে গেল। যেহেতু সিঙ্গেল এন্টির ভিসা তাদের। অনেকের পাসপোর্টে প্রথম এন্টিতে ছিল ক্যানসেল হয়েছে। তাই পরবর্তীতে খুব তাড়াতাড়ি আবার আসা অনিশ্চিত হয়ে পড়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বাংলানিউজকে জানান, র‌্যালি নিয়ে প্রবেশের অনুমতি থাকতে হয়। কারণ পথে নিরাপত্তার বিষয় থাকে। তাদের এ ধরনের কোনো অনুমতি না থাকায় উপর মহলের সঙ্গে কথা বলে ফেরত পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।