ভোলা: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১৬ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ১৪ জনের এক বছর করে কারাদণ্ড ও ২ জনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (১ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম এ জেল-জরিমানা করেন।
ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ইলিশ রক্ষায় মৎস্যবিভাগের একটি দল মেঘনা নদীতে অভিযানে নামে।
এ সময় ইলিশা, মাঝেরচর, নাছির সাঝি ও তুলাতলী পয়েন্ট থেকে ১৬ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ৮ হাজার মিটার জাল। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল-জরিমানা করেন।
মেঘনা ও তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ওই পয়েন্টে ইলিশ ধরায় নিষেধজ্ঞা জারি করেছে সরকার।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।