ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

এসআই স্বামীকে কুপিয়ে পালিয়ে গেলেন স্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মার্চ ১, ২০২০
এসআই স্বামীকে কুপিয়ে পালিয়ে গেলেন স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই)  কুপিয়ে জখম করে পালিয়ে গেছে তার স্ত্রী।

রোববার (০১ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

আহত পুলিশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) কামরুল হাসান।

এ ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কামরুলের স্ত্রীর নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন কামরুল হাসান। স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে রোববার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তার স্ত্রী কামরুলকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় কামরুল হাসানকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান 
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেম সময়: ২১৫১ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।