রোববার (১ মার্চ) রাতে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিক নগরে এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ আলী উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের গ্যাইনপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বহলাবাড়ি মোড় থেকে বাইসাইকেলে করে ইউসুফ নিজ বাড়ি ফিরছিলেন। পথে রশিকনগর এলাকায় পৌঁছালে সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক পেছন থেকে (ঢাকা মেট্রো-ট ২০-৮৯৭৮) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয়রা ট্রাকটি আটক করলেও পালিয়ে যায় চালক ও তার সহকারী।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
আরএ