ঢাকা: বংশাল ফুলবাড়ি এলাকায় দিনভর অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী ও বিক্রেতা তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ হারুন ওরফে কানা হারুন (৫২), আব্দুস সাত্তার (৪০) ও সেন্টু।
রোববার (১ মার্চ) রাতে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বাংলানিউজকে জানান, দিনভর বংশাল থানাধীন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ব্লক রেইড পরিচালনা করা হয়। এতে তিনজন মাদক ব্যবসায়ী ও মাদক বিক্রেতা গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের পর পরই তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৯৮ পিস হিরোইনের পুরিয়া। রাত ৮ দিকে ব্লক রেইড সমাপ্ত ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তারা আত্মগোপন করে এই হিরোইন ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্তণ আইনের বিভিন্ন ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এজেডএস/ওএফবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।