ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, মার্চ ২, ২০২০
বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে গনসংহতি আন্দোলন।

রোববার (১ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে সংগঠনটির ঢাকা মহানগর কমিটির আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার আগে যে পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করেছে, এখনো সে পদ্ধতিতেই বিদ্যুৎ উৎপাদন করছে।

সুতরাং, বিদ্যুতের দাম বাড়ানোর কোনো যুক্তিই নেই।

বক্তারা বলেন, অবিলম্বে পানি ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারকে প্রত্যাহার করতে হবে। নিজের মতো করে বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো চলবে না।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল হুদা বাঁধন বলেন, পানি ও বিদ্যুতের সেক্টরে দুর্নীতি ও লুটপাটের দায় জনগণের ওপর চাপানো চলবে না। সরকার জনগণের অর্থে নিজেদের গাড়ি বাড়ি বানাবে আর জনগণের কথা না শুনে পানি ও বিদ্যুতের দাম বাড়াবে তা চলবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মনির উদ্দিন পাপ্পু। এসময় আরও বক্তব্য রাখেন জুলহাসনাইন বাবু, বাচ্চু ভুঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, মার্চ ০২ , ২০২০
পিএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।