ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিআরটিএ সেবামূলক প্রতিষ্ঠান, দালালে প্রভাবিত হবেন না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, মার্চ ২, ২০২০
বিআরটিএ সেবামূলক প্রতিষ্ঠান, দালালে প্রভাবিত হবেন না বিআরটিএ ফেনী সার্কেলের আয়োজিত গণশুনানি। ছবি: বাংলানিউজ

ফেনী: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সেবাগ্রহণকারীরা অনেক সময় বাইরের দালাল দ্বারা প্রভাবিত হয়ে নানা ধরনের হয়রানির শিকার হন। আপনারা কোনোভাবেই বাইরের দালাল দ্বারা প্রভাবিত না হয়ে সংশ্লিষ্ট কাজে যথাযথ দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ফেনী সার্কেলের আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে শুনানি গ্রহণকালে এসব কথা বলেন সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (সম্পত্তি) নুর মোহাম্মদ মজুমদার।

রোববার (০১ মার্চ) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশসক মো. ওয়াহিদুজজামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, বিআরটিএ’র চট্টগ্রাম বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. শহীদউল্লাহ, ফেনী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার পার্কন চৌধুরী।

গণশুনানি গ্রহণকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (সম্পত্তি) নুর মোহাম্মদ মজুমদার বলেন, গণশুনানির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে বিআরটিএ হতে প্রদানকৃত কার্যক্রম সম্পর্কিত কর্মকান্ডের পরিধি অবগত করা হচ্ছে। আমাদের নিকট সেবাগ্রহনকারীরা কী কী সমস্যা মোকাবেলা করছেন তা চিহ্নিত করছি এবং তা সমাধানে নিয়ম মোতাবেক তাৎক্ষাণিক ব্যবস্থা গ্রহণ করছি।

তিনি আরও বলেন, গণশুনানির মাধ্যমে গ্রাহক সেবার মানোন্নয়ন ও বিআরটিএ’র কার্যক্রমকে স্বচ্ছতা ও গতিশীল করাই মূখ্য উদ্দেশ্য।

গণশুনানিকালে বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে স্থানীয়ভাবে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. গোলাম নবী, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আহমেদ বুলবুল, ফেনী জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী, স্থানীয় দৈনিক নয়া পয়গাম পত্রিকার সম্পাদক এনামুল হক, বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্পাদক মো. আজম চৌধুরী, ফেনী জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সম্পাদক মোহাম্মদ আলী, আন্তঃজেলা বাসমালিক সমিতি মহিপাল শাখার সহ-সভাপতি পেয়ার আহমেদ ভূঞা প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এসএইচডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।