চলতি মার্চ মাসের শুরুর দিকে প্রায় ৫০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার বিষয়টি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি (মৌপবিস) সূত্রে এ খবর পাওয়া গেছে।
মৌপবিস সূত্র আরও জানায়, শহরের মৌলভীবাজার রোডের এক পাশে ৩৩ কেভি মেগওয়াট নতুন লাইনটি স্থাপনের জন্য এই বিদ্যুৎবিভ্রাট।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির রক্ষণাবেক্ষণ বিভাগের জ্যেষ্ঠ প্রকৌশলী নগেন্দ্রনাথ বাংলানিউজকে বলেন, আগামী ২ ও ৩ মার্চ (সোমবার ও মঙ্গলবার) তারপর ৭ ও ৮ মার্চ (শনিবার ও রোববার) এবং ১২ মার্চ (বৃহস্পতিবার) নতুন বৈদ্যুতিক লাইন স্থাপনের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন না করতে পারলে বর্ষামৌসুম শুরু হয়ে গেলে তখন কাজগুলো করা সম্ভব হবে না।
এই কয়েকদিন সাময়িক অসুবিধার জন্য এ কর্মকর্তা দুঃখ প্রকাশ করেন এবং বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকগণকে ধৈর্য্য ধারণ করতে অনুরোধ করেন।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
ওএফবি