ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদককারবারি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ২, ২০২০
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদককারবারি নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের জাদিমুরা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক মাদককারবারি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দেড় লাখ পিস ইয়াবা, একটি দেশিয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

সোমবার (২ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। বিজিবির দাবি এ ঘটনায় তাদের তিন সদস্য আহত হয়েছেন।

টেকনাফ বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান বাংলানিউজকে জানান, ভোরে বিজিবির নয়াপাড়া বিওপির বিশেষ একটি টহল দল মাদকের চালান আসার খবর পেয়ে জাদিমুরা খাল সংলগ্ন পয়েন্টে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর কয়েকজন মাদককারবারি নৌকায় করে নাফনদী পার হয়ে জাদিমুরা খাল পাড়ে আসেন। এ সময় বিজিবির সদস্যরা তাদের থামতে বলেন। এ সময় তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে আত্মরক্ষার্তে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা ও একটি দেশিয় তৈরি অস্ত্র এবং দুই রাউন্ড তাজা কার্তুজসহ গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, গুলিবিদ্ধ আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য প্রথমে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা  হয়েছে বলে বিজিবির অধিনায়ক ফয়সাল।  

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।