গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি দোকান পুড়ে গেছে।
রোববার (০১ মার্চ) দিনগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, রাত ৩টার দিকে সফিপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নেভানো হয়। আগুনে মুদি, হার্ডওয়ার, চাল ও লাইব্রেরিসহ মোট ১২টি দোকান পুড়ে গেছে।
ক্ষয়-ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
আরএস/এইচএডি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।