ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, মার্চ ২, ২০২০
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিপন প্যাদা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ৮টায় লোহা‌লিয়ার গাজী বাড়ির দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপন লোহালিয়া এলাকার বাসিন্দা আলীমুন্তাকারের ছেলে।

   

স্থানীয় বাসিন্দা আলী হোসেন জানান, ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানের জন্য সকালে ঘুম থেকে উঠে স্থানীয় হৌলাবাজারে মাংস কিনতে যান রিপন। বাজার শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে লোহালিয়ার গাজী বাড়ির দরজা অতিক্রমকালে পেছন থেকে একটি মালবাহী ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ট্রলি চালক সাজু ও যাত্রী শাহজালাল আহত হয়েছেন।  

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।