ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ১১ জেলের কারাদণ্ড, জাল ও নৌকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ২, ২০২০
ভোলায় ১১ জেলের কারাদণ্ড, জাল ও নৌকা জব্দ

ভোলা: ভোলায় ইলিশের অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১১ জেলের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এসময় জব্দ করা হয় চার হাজার মিটার কারেন্ট জাল, ৬০ কেজি ইলিশ ও দুইটি নৌকা।

সোমবার (২ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম তাদের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সোহাগ, শাকিব, মাইনুদ্দিন, কবির, মনির, পারভেজ, ফারুক, নুরুন্নবী, সজিব, রাসেল ও মাসুম। তারা সবাই দৌলতখান উপজেলার ভবানিপুর ইউনিয়নের বাসিন্দা।

ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ইলিশের অভয়াশ্রমে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি দল মেঘনা নদীতে অভিযানে নামে। এসময় ভোলার খাল পয়েন্ট থেকে ১১ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় চার হাজার মিটার জাল, নৌকা ও মাছ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত জেল-জরিমানা করেন। জব্দকৃত মাছ এতিম খানায় বিতরণ করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে।

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা ও তেতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে মৎস্য বিভাগ।  

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
কেএআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।