এসময় জব্দ করা হয় চার হাজার মিটার কারেন্ট জাল, ৬০ কেজি ইলিশ ও দুইটি নৌকা।
সোমবার (২ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম তাদের কারাদণ্ড দেন।
ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ইলিশের অভয়াশ্রমে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি দল মেঘনা নদীতে অভিযানে নামে। এসময় ভোলার খাল পয়েন্ট থেকে ১১ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় চার হাজার মিটার জাল, নৌকা ও মাছ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত জেল-জরিমানা করেন। জব্দকৃত মাছ এতিম খানায় বিতরণ করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা ও তেতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে মৎস্য বিভাগ।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
কেএআর/