সোমবার (২ মার্চ) গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রোববার (১ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের এসও স্ট্যান্ড মেঘনা ডিপোর সামনে থেকে তাকে ৭শ ইয়াবা বড়িসহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার শাহ আলম চট্টগ্রামের কোতোয়ালী মেঘানগরের মৃত আব্দুল জব্বারের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) হেমায়েত উদ্দিন জানান, ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করার পর মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ২, ২০২০
এএটি