মামলা সংক্রান্ত বিরোধ নিয়ে সোমবার (০২ মার্চ) সকালে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
ছিদ্দিকুর রহমান উপজেলার সদর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত কাশেম আলী খলিফার ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় কাওছার খলিফার নেতৃত্বে ৩/৪ জন লোক স্থানীয় শংকরপাশা রিকশা স্ট্যান্ডে ছিদ্দিকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বাংলানিউজকে জানান, এ ঘটনায় তদন্ত চলছে। প্রধান অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এনটি