সোমবার (২ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত রাসেল গাজীপুর জেলার কাপাসিয়ার এলাকার আব্দুল কাশেমের ছেলে। তিনি মুরগি বিক্রির পিকআপভ্যানের লেবার হিসেবে কাজ করতেন।
নিহতের মামা আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, রাসেল কাপাসিয়ায় মুরগির পিকআপভ্যানের লেবার হিসেবে কাজ করতেন। ভোরে কাপাসিয়া থেকে মুরগির পিকআপভ্যান নিয়ে ঢাকায় আসছিল। পরে কাপাসিয়ায় ফেরার সময় উত্তরা পশ্চিম থানাধীন রাজলক্ষ্মী এলাকায় অজ্ঞাত দুই যান তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে পিকআপভ্যান গাড়ির সামনে বসে থাকা রাসেল গুরুতর ও চালক এবং আরেকজন সামান্য আহত হয়। পরে রাসেলকে তারাই হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এজেডএস/এএটি