সোমবার (২ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত হেলপারের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে ওই এলাকায় ঢাকাগামী ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মারা যান। এ সময় আহত হন বাসের অন্তত ১৫ জন যাত্রী।
পরে আহত আটজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হেলপারের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি মাইন উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
একে/আরআইএস/